শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : ‘কন্যা শিশুর নিরাপদ পরিবেশ, সমৃদ্ধ করবে আগামীর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে ধারণ করে শ্রীবরদী উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও শ্রীবরদী এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় সারাদেশের ন্যায় শ্রীবরদীতে পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস। ১১ অক্টোবর রবিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার হাবিবা শারমিনের নেতৃত্বে উপজেলা চত্বর থেকে এক র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বর আমতলীতে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও হাবিবা শারমিনের সভাপতিত্বে ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সালেহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার, প্রাথমিক শিক্ষা অফিসার অরুনা রায়, একাডেমীক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল হাসান, এপিপিআই’র সহকারী প্রধান শিক্ষক নিলুফা সুলতানা, বানিবাইদ এ.এ.এম উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, শ্রীবরদী সরকারী মডেল একাডেমীর প্রধান শিক্ষক হাবিবুর রহমান, শ্রীবরদী এডিপি শিক্ষা অফিসার নম্রতা হাউই, প্রেরণা চিসিম, ইসলামী মহিলা মিশনের সভানেত্রী হোসনে আরা বেগম, দহেরপাড় মায়ের দোয়া উন্নয়ন সমিতির সভানেত্রী জবেদা বেগম প্রমূখ। র্যালীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে।