ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সিএইচসিপি এসোসিয়েশনের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ১২ অক্টোবর সোমবার কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি’রা ট্রাষ্ট আইন বাতিল ও চাকুরী রাজস্বকরণের দাবিতে অবস্থান কর্মসূচী পালন করে। এ উপজেলার ২২টি ক্লিনিকের ২২ জন সিএইচসিপি ওই অবস্থান কর্মসূচীতে অংশ নেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ওই অবস্থান কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন উপজেলা সিএইচসিপি এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুর রউফ, সাধারন সম্পাদক মোঃ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ও মোছাঃ জুলেখা আক্তার প্রমূখ। বক্তরা অবিলম্বে ট্রাষ্ট আইন বাতিল ও কমিউনিটি হেলথ্ কেয়ার প্রভাইডারদের (সিএইচসিপি) চাকুরী রাজস্বকরণের দাবি জানান।