স্টাফ রিপোর্টার : জাতীয় বেতন কাঠামোয় বৈষম্যের প্রতিবাদে এবং সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের দাবিতে শেরপুরে সরকারি কলেজ শিক্ষকরা মানববন্ধন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। ৭ অক্টোবর বুধবার জেলা সদর ও শ্রীবরদীর তিনটি সরকারি কলেজে মানববন্ধন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সমিতি সূত্রে জানা গেছে, অষ্টম জাতীয় বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড বাতিল করে সরকারি কলেজ শিক্ষকদের সঙ্গে অন্য ক্যাডারের বৈষম্য সৃষ্টি করা হয়েছে। এরই প্রতিবাদে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আহবানে শেরপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ ও শ্রীবরদী সরকারি কলেজে বুধবার শিক্ষকরা মানববন্ধন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। দুপুরে শেরপুর সরকারি কলেজের সামনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, শেরপুর সরকারি কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ, কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ, এ. কে. এম. জাকারিয়া হোসেন, শিব শংকর কারুয়া, গাজী শাহ আল হেলালী, আব্দুল আলীম প্রমুখ।
শেরপুর সরকারী কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রউফ বলেন, ৮ম জাতীয় বেতন স্কেলে বেতন বৈষম্য নিরসনের দাবিকে অগ্রাহ্য করে অধ্যাপকদের বেতন স্কেল অবনমনের প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর জেলার তিনটি সরকারি কলেজে মানববন্ধন ও সাংবাদিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচী পালন করা হবে বলে তিনি জানান।