ads

রবিবার , ৪ অক্টোবর ২০১৫ | ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিদেশি হত্যা পূর্ব-পরিকল্পিত: প্রধানমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৪, ২০১৫ ৬:২১ অপরাহ্ণ

pm_1শ্যামলবাংলা ডেস্ক : সম্প্রতি বাংলাদেশে দুর্বৃত্তের গুলিতে দুই বিদেশি নাগরিক নিহতের ঘটনাই পূর্ব-পরিকল্পিত বলে মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪ অক্টোবর রবিবার গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুটি হত্যাকাণ্ডই পূর্ব-পরিকল্পিত বলে মনে হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা যদি ইতালির নাগরিক হত্যার ঘটনাটি দেখেন, সেখানে তাকে লক্ষ্য করে চারটি গুলি করা হয়েছে, যার কোনোটাই লক্ষ্যভ্রষ্ট হয়নি। এতেই বোঝা যায় হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত। জাপানের নাগরিক হত্যার ঘটনাও একই ধরনের। এছাড়া ইতালির নাগরিক হত্যাকাণ্ডের আগে বিএনপির এক নেতার বক্তব্য এবং পরে তার প্রতিক্রিয়া দেখেও বোঝা যায় এটা সুপরিকল্পিত।’ এ প্রসঙ্গে বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ‘বাংলাদেশে কোনও বিদেশিকে হত্যা করা হলে আমাদের গণমাধ্যম যতটা সংবেদনশীল হয়ে ওঠে, কিন্তু বিদেশে কোনো বাংলাদেশিকে হত্যা করা হলেও আমাদের গণমাধ্যম এগুলো হাইলাইট করে না।’
তিনি বলেন, ‘আমরা এখানে একটা ঘটনা ঘটলে খুব সেনসেটিভ হয়ে যাই। ওই একটা ঘটনায় অর্জনগুলি যেন সব হারিয়ে গেল। আমরা এতো মানসিক দৈন্যতায় কেন ভুগি?’
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কেউ জিজ্ঞাসা করেছে কি-না এমন এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘না কেউ এ ধরনের প্রশ্ন করেনি। জাতিসংঘের প্রতিটি অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। বারাক ওবামা নিজে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন।’ তিনি বলেন, ‘আমরা প্রতি আস্থা আছে বলেই এলডিসির নেতৃত্বে আমাকে নির্বাচন করা হয়েছে।’
প্রধানমন্ত্রীর নিজের দল আওয়ামী লীগ ও সরকারের চেয়ে তার ব্যক্তিগত জনপ্রিয়তা বেশি— মার্কিন একটি সংস্থার এ সংক্রান্ত জরিপের কথা উল্লেখ করে এ বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, ‘সবাই গাছ দেখে, গাছের ফুল-ফল দেখে, কিন্তু শিকড় দেখে না। আমার দলই আমার শিকড়। আমার আজকের সব অর্জনের আমার দলের কারণেই। আওয়ামী লীগ একটি বিশাল সংগঠন। এখানে অনেক ঘটনাই ঘটতে পারে। কিন্তু আমরা সঙ্গে সঙ্গেই কিন্তু ব্যবস্থা নিচ্ছি।’
এ প্রসঙ্গে গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি লিটনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ইতিমধ্যে তার লাইসেন্স বাতিল করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা কিন্তু ব্যবস্থা নিচ্ছি।’
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষকরা সচিবদের সমমর্যাদা চান। ঠিক আছে, তাহলে সবক্ষেত্রেই সমমর্যাদা হবে। তাদের চাকরির বয়স ৬৫ থেকে কমিয়ে সচিবদের মতো ৫৯ এ নিয়ে আসতে হবে। এছাড়া সচিবরা আর কোনো কাজ করতে পারেন না। কিন্তু শিক্ষকরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ান। এগুলোও বন্ধ করতে হবে।’
আন্দোলনরত শিক্ষকদের সমালোচনা করে তিনি বলেন, ‘শতকরা ৯১ ভাগ বেতন বাড়ানো হয়েছে। এখন মনে হচ্ছে এতোটা বাড়ানো ঠিক হয়নি। আরও কমিয়ে দেওয়া উচিত ছিল।’ এছাড়া আন্দোলনের নামে ক্লাস-পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীর ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত না করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।
জাতিসংঘের ৭০তম অধিবেশনে যোগ দিতে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া সংবাদ সম্মেলন চলে পৌনে ১টা পর্যন্ত। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তার নিউইয়র্ক সফরের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন। পরে তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
প্রসঙ্গত, জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ২৪ সেপ্টেম্বর নিউইয়র্ক যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউইয়র্কে অবস্থানকালে তিনি গত ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনের সাধারণ বিতর্কে তার দেশের বিবৃতি পাঠ করেন। প্রধানমন্ত্রী গত ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউনেপ) নির্বাহী পরিচালক আচিম স্টেইনারের কাছ থেকে মর্যাদাপূর্ণ ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার গ্রহণ করেন। শেখ হাসিনা গত ২৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) মহাসচিব হুলিন ঝাওয়ের কাছ থেকে ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’ গ্রহণ করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে লন্ডন হয়ে শনিবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!