ময়মনসিংহ প্রতিনিধি : ইসলামিক জঙ্গী সংগঠন আই এসের পোষ্টার লাগানোর সময় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী থেকে ২ অক্টোবর শুক্রবার বিকালে একজন এস.এস.পরীক্ষার্থীকে পুলিশ আটক করেছে।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী জানান, জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগীতে শুক্রবার বিকালে ইসলামিক জঙ্গী সংগঠন আই এসের পোস্টার লাগানোর সময় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ উপজেলার আঠার বাড়ি এম. সি. উচ্চ বিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ ফাহিম আল ফয়সাল ইবনে মূসা বিন যুলকার নাইনকে হাতে নাতে আটক করে। সে ২০১৬ সালে এস.এস.সি পরীক্ষা দেবে। পোস্টারে লেখা, প্রচারে প্যালেস্টাই লিবারেশন অর্গানাইজেশন (পি.এল.ও) আর্থিক সাহার্য্যে কিং ফয়সাল ইউনাইটেড ফুটবল কাব ইসলামিক বিগ্রেড অব প্যালেস্টাইন ।
আটককৃতের বাবা জহিরুল ইসলাম নেত্রকোনা জেলার কেন্দুয়া গড়া ডোবা উচ্চ বিদ্যালয়ের শিক এবং তার নানা শামছ উদ্দিন আহম্মেদ স্কুলের প্রতিষ্ঠাতা ও কেন্দুয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর বলে পুলিশ জানিয়েছেন। আটককৃত মোহাম্মদ ফাহিম আল ফয়সাল ইবনে মূসা বিন যুলকার নাইনকে জেলা গোয়েন্দা পুলিশ অফিসে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শাহ আলম উজ্জ্বল