স্টাফ রিপোর্টার : ‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি, এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৩ অক্টোবর শনিবার দুপুরে মানববন্ধন ও শান্তি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস (আইএফইএস) এর সহযোগিতায় সুজন- সুশাসনের জন্য নাগরিক, এক বাংলাদেশ ও দি হাঙ্গার প্রজেক্ট ওই কর্মসূচির আয়োজন করে।
শহরের নিউ মার্কেট মোড়ে দুপুর ১২ টায় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সুজন শেরপুর জেলা শাখার সভাপতি মো. আবু জাফর, সমাজকর্মী এডভোকেট আশরাফুন্নাহার রুবি, স্বেচ্ছাসেবী সংগঠন শাইন্’র নির্বাহী পরিচালক মো. মুগনিউর রহমান মনি, শহর বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. রমজান আলী, ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের ফেলো মো. শওকত হোসেন প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন সংগঠন, সস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।