স্টাফ রিপোর্টার : শেরপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১ অক্টোবর বৃহস্পতিবার জেলা প্রশাসন, স্থানীয় এনজিও এবং প্রবীণ হিতৈষী সংঘের সহায়তায় জেলা সমাজসেবা অধিদপ্তর এক আলোচনা সভার আয়োজন করে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম। জেলা সমাজসেবা উপ-পরিচালক এআরএম. ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম হিরু, মাস্টার সাদেক আলী প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে এক বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে।