স্টাফ রিপোর্টার : ঐতিহ্যবাহী শেরপুর জেলা আইনজীবী সমিতিকে নিজস্ব অর্থায়নে এলইডি টিভি উপহার দিয়েছেন দি ফারমার্স ব্যাংক লিঃ এর নির্বাহী চেয়ারম্যান ও কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের তথ্য ও গবেষণা সম্পাদক আলহাজ্ব মোঃ মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী)। ৩০ সেপ্টেম্বর বুধবার সকালে তিনি সমিতির সভাকক্ষে সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট আবুল মানসুর স্বপনের হাতে ওই টিভি তুলে দেন। ওইসময় সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, সহ-সভাপতি এডভোকেট হরিদাস সাহা, সাবেক সহ-সভাপতি এডভোকেট মোঃ সুরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, সাবেক সহ-সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল আলম লিচু, নির্বাহী সদস্য এডভোকেট শাহীদ উল্লাহ শাহী ও ফারমার্স ব্যাংকের প্যানেল আইনজীবী আরিফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




