ads

সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০১৫ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০১৫ ২:২৪ অপরাহ্ণ

asaduzzaman-khan-kamal_শ্যামলবাংলা ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঢাকায় অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। ২৮ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ১১টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিরাপত্তা কর্মকর্তা শন ক্যারলের সাথে বৈঠকের পর ওই কথা বলেন তিনি ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলকে নিরাপত্তা বিষয়ে নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানানো হয়েছে। এছাড়া জানতে চাওয়া হয়েছে তারা আরও কি ধরনে নিরাপত্তা চায়।’ তিনি আরও বলেন, ‘আমাদের মনে হয় নিরাপত্তা বিষয়ে তারা সন্তষ্ট। আশা করি অস্ট্রেলিয়া ক্রিকেট দল সফরে আসবে এবং তারা খেলবে।’
বিসিবি প্রধান নাজমুল নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা বিশ্বকাপের মতো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি।’ তিনি বলেন, ‘এর আগে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা খেলেছে। তাদের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হয়নি।’
কবে নাগাদ অস্ট্রেলিয়া আসতে পারে- এ প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘বিষয়টি অস্ট্রেলিয়া সরকার ও সেদেশের ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।’
ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ উইলকক বলেন, ‘আমরা বাংলাদেশে খেলতে চাই।’
বৈঠকে র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদসহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের হঠাৎ একটি ‘সতর্কবার্তা’ পেয়ে শেষ মুহূর্তে বাংলাদেশ সফর পিছিয়ে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এরপর বাংলাদেশ পরিস্থিতি পর্যালোচনা করতে রোববার ঢাকায় আসেন সিএর প্রধান নিরাপত্তা কর্মকর্তা শন ক্যারল।

Need Ads
error: কপি হবে না!