নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, পরিচয়ের উর্ধ্বে রেখে তাদেরকে বিচারের আওতায় আনা হোক। তিনি ১৪ সেপ্টেম্বর সোমবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ীতে টিআইবি’র উদ্যোগে ‘স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন : সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক মতবিনিময় সভায় মুখ্য আলোচক হিসেবে ওই কথা বলেন।
তিনি বলেন, দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য কোন ম্যাজিক, আলাদিনের চেরাগ বা চাবিকাঠির প্রয়োজন নেই, প্রয়োজন সদিচ্ছা। দুর্নীতি রোধ করতে হলে চারটি েেত্র পরবর্তন আনতে হবে। প্রথমতঃ রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে, দ্বিতীয়তঃ যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, তৃতীয়তঃ জাতীয় শুদ্ধাচার কৌশল কাজে লাগিয়ে দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে হবে এবং চতুর্থতঃ জনগণকে সক্রীয় হতে হবে।
টিআইবি প্রধান বলেন, দুর্নীতি যে একটা অপরাধ চোখের সামনে তার দৃষ্টান্ত নেই। এটা যে একটা অন্যায়-অপরাধ, এটা করলে শাস্তি পেতে হয়- এ ধরনের দৃষ্টান্তের অভাব আর এর জন্যই মানুষ প্রভাবিত হয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, দুর্নীতিবাজ যেই হোক আইনের চোখে সবাই সমান। সে সরকারী দলের লোকই হোক আর বিরোধী দলের লোকই হোক, প্রকাশ্যে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না। ড. ইফতেখার বলেন, আমাদের কিছুটা অগ্রযাত্রা হয়েছে। কিন্তু এ অগ্রযাত্রা যথেষ্ট নয়। যখন বড় বড় দুর্নীতির বিচার হয় না, তখন ছোট ছোট দুর্নীতি বেড়ে যায়। উন্নতির পথে বড় বাধা দুর্নীতি।
অনুষ্ঠানে সনাক সভাপতি সরকার গোলাম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এছাড়াও দীর্ঘ ৩ ঘন্টার মতবিনিময় সভায় উপস্থিত সুধী জনদের সাথে প্রশ্নোত্তরের জবাব দেন মুখ্য আলোচক ড. ইফতেখারুজ্জামান। সনাক সদস্য কোহিনূর রুমার সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন মতবিনিময় সভা আয়োজন উপ-কমিটির আহবায়ক জোবায়দা খাতুন। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন সনাক সদস্য আমিনুল ইসলাম। মতবিনিময়ে অংশ নেন পৌর মেয়র আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মোল্লা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আছমত আরা আছমা, সংরক্ষিত আসনের সদস্য রহিমা খাতুন, সাবেক সনাক সভাপতি মাহফুজুর রহমান, এমএ হাকাম হীরা, সদস্য এমএ রায়হান, আনম সাদরুল আহসান মাসুম, অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা, বাংলার কাগজ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাংবাদিক আব্দুল মান্নান সোহেল, আমিনুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি তৌহিদুল ইসলাম খোকন প্রমুখ।
অনুষ্ঠানে সমাজের সকল স্তরের সুধীজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, ইয়েস সদস্য, টিআইবির সদস্যরা উপস্থিত ছিলেন।