ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের রাজবাড়ীর গোয়ালন্দে দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেক। ২৩ আগস্ট রবিবার বেলা সোয়া ১২টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মডেল হাইস্কুলের সামনে ওই ঘটনা ঘটে।
গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নাসিরউল্লাহ সাংবাদিকদের জানান, দৌলতদিয়া থেকে খুলনাগামী ও খুলনা থেকে ঢাকাগামী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৪ জন নিহত হন। তবে তাৎক্ষণিক ভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।