ads

বুধবার , ২৯ এপ্রিল ২০১৫ | ৩১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
 1. ENGLISH
 2. অনিয়ম-দুর্নীতি
 3. আইন-আদালত
 4. আন্তর্জাতিক
 5. আমাদের ব্লগ
 6. ইতিহাস ও ঐতিহ্য
 7. ইসলাম
 8. উন্নয়ন-অগ্রগতি
 9. এক্সক্লুসিভ
 10. কৃষি ও কৃষক
 11. ক্রাইম
 12. খেলাধুলা
 13. খেলার খবর
 14. চাকরির খবর
 15. জাতীয় সংবাদ

সুন্দরবনে বাঘের সাথে লড়াই করে বেচেঁ গেলেন হাসেম

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২৯, ২০১৫ ৭:৩৪ অপরাহ্ণ
সুন্দরবনে বাঘের সাথে লড়াই করে বেচেঁ গেলেন হাসেম

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : পূর্ব সুন্দরবনের শরণখোলায় বাঘের সাথে লড়াই করে বেঁচে গেলেন হাসেম মোল্লা (৫৮) নামে এক মৌয়াল। তবে তাকে গুরুতর আহত হয়ে ভর্তি হতে হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ।

Shamol Bangla Ads

জানা যায়, কিছুদিন পূর্বে শরণখোলা রেঞ্জ অফিস থেকে মধু আহরনের পারমিট নিয়ে ১৫ সদস্যের একটি মৌয়াল দল রেঞ্জের কোকিলমনি এলাকায় যান। মঙ্গলবার সকালে মৌয়ালরা আলাদা আলাদা হয়ে মধু আহরন করতে গেলে একটি বাঘ আকস্মিকভাবে হামলা করে হাসেম মোল্লার উপর। তিনি হাতে থাকা দা- দিয়ে বাঘটিকে আঘাত করলে বাঘ তাঁকে ছেড়ে দেয় । পরে আবার বাঘটি হাশেম মোল্লার উপড় ঝাপিয়ে পড়ে । তখন সে দাও -দিয়ে পুনরায় আঘাত করলে বাঘটি চলে যায় ।
এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর তার চিৎকারে অন্যান্য সঙ্গীরা এসে হাসেমকে উদ্ধার করে রাত ১০টায় শরণখোলা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা অবনতি ঘটলে ওই রাতেই তাকে এ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসেম উপজেলার উত্তর সাউথখালী গ্রামের ধলাই মোল্লার ছেলে।

error: কপি হবে না!