হুমায়ুন কবির মৃধা,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের বানিয়াগাতীতে বাস-ট্টাক সংঘর্ষে ৫জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত-২৭ জন। আহতদের মধ্যে ২জনের অবস্থা আশংকাজনক।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার-ইন-চার্জ হেলাল উদ্দিন জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের বানিয়াগাতীতে রাত পৌনে ৩টার দিকে রংপুর থেকে ঢাকাগামী অনিক পরিবহনের একটি যাত্রী বোঝাই বাসকে সাইড থেকে একটি ট্রাক ধাক্কা দিলে বাসটি রাস্তার পাশে পড়ে যায়। এতে বাসের ভীতরে থাকা ২ যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় অন্তত ৩০ যাত্রী। অফিসার-ইন-চার্জ আরও জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌছে স্থানীয় লোকজনের সহযোগীতায় আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৬জনকে বাসের ভিতর থেকে উদ্ধার করে সিরাজগঞ্জ আড়াইশ’ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে আসার পথে ৩ জন নারী যাত্রী মারা যায়। হাসপাতালে নিহতদের মধ্যে ১ জনের নাম চায়না (২০) খাতুন, সে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার পাথরখাদা গ্রামের বিলালের স্ত্রী। অন্যদের পরিচয় পাওয়া যায়নি। এছাড়াও অন্যান্য আহতদের সিরাজগঞ্জ ও বগুড়ার বিভিন্ন হাসপাতাল ও কিনিকে ভর্তি করা হযেছে।
