মো: রুবেল হোসেন, লক্ষ্মীছড়ি: পার্বত্য খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনী কর্তৃক অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করেছে। সোমবার গভীর রাতে আটক সৈয়দ আলী (২৬) কে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে টহলদল ময়ূরখীল এলাকা থেকে সেনা সদস্যরা আটক করার পর জিজ্ঞাসাবাদের এক পর্যায় শরীর তল্লাসী করলে একটি ৯ এম.এম বোরের চায়না পিস্তল ও ৩রাউন্ড তাজা গুলি পাওয়া যায়। রাতেই টহল দলের কমান্ডার ক্যাপ্টেন জাওয়াদ আটক সৈয়দ আলী ও আস্ত্র এবং গুলি লক্ষ্মীছড়ি থানায় সোপর্দ করেন। লক্ষ্মীছড়ি থানার এস.আই মো: রমজান আলী সাংবাদিকদের জানান, আসামী অস্ত্র ও গুলি উদ্ধার হওয়ায় অস্ত্র আইনে মামলা রেকর্ড করা হয়।