জামালপুর সংবাদদাতা: জামালপুর বার্তার সম্পাদক-প্রকাশক ও সাবেক বিটিবি-রেডিও’র সাংবাদিক মুসলিম উদ্দিন সুজনের স্মরণ সভা ২০মার্চ সন্ধ্যা ৭টায় জামালপুর প্রেসকাবে অনুষ্ঠিত হয়। প্রেসকাবের সভাপতি নূরুল আলম সিদ্দিকী এতে সভাপতিত্ব করেন। পাট-বস্ত্র প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম এমপি প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জেলা প্রশাসক শাহাব উদ্দিন খান, পুলিশ সুপার নজরুল ইসলাম, মেয়র এড. শাহ মো: ওয়ারেস আলী মামুন, জেলা আ’লীগের সভাপতি এড. বাকিবিল্লাহ, সাবেক পৌর মেয়র মির্জা মনি ও সাংবাদিক-মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম প্রমুখ। সভায় সাংবাদিক সুজনের রুহের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও তার নীতি-আদর্শ অনুসরণে সাংবাদিকদের প্রতি আহবান জানানো হয়।
