নাটোর প্রতিনিধি : নাটোর প্রেসক্লাবের পাশের চা-স্টল থেকে একটি শক্তিশালী হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। তবে এঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। ৮ মার্চ রবিবার সকালে ওই বোমা উদ্ধার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দু সাত্তার জানান, রবিবার সকাল সাড়ে ৯ টায় প্রেসক্লাবের পাশের চা-স্টলের নিচে একটি বোমা সদৃশ্য বস্তু দেখতে পেয়ে থানায় খবর দেয় চা-স্টলের মালিক আব্দুল কুদ্দুস। পরে পুলিশ বোমাটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কোন সহিংস ঘটনা ঘটাতে দুষ্কৃতিকারীরা বোমাটি রেখে গেছে।

আন্তর্জাতিক নারী দিবস পালিত
“নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন” প্রতিপাদ্য বিষয় নিয়ে নাটোরের সিংড়ায় আন্তর্জাতিক নারী দিবস-২০১৫ পালিত হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বর্নাঢ্য র্যালী, মানববন্ধন ও “নারী নির্যাতনকে না বলুন” ব্যানারে গণস্বাক্ষর শেষে সিংড়া দমদমা বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্ত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাৎ রাশেদা পারভীন, প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাড. আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা, ইউপি চেয়ারম্যান শামীমা হক রোজী, প্রধান শিক্ষক বিলকিস আকতার বানু, পিকেএসএস’র নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ প্রমূখ। পরে সিংড়া ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে নারীর ক্ষমতায়ন মূলক নাটক “বদলে দাও” প্রদর্শন করা হয়।
