স্টাফ রিপোর্টার : ন্যাশনাল অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলাটুয়েন্টিফোরডটকম’র সম্পাদক-প্রকাশক, শেরপুর প্রেসক্লাব সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধারের ডান পায়ের বুড়ো আঙুলে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ১৭ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে জেলা সদর হাসপাতালে ওই অস্ত্রোপচার করেন অর্থোপেডিক সার্জন ডাঃ মোঃ কায়সার।

তার ডান পায়ের বুড়ো আঙুলে ইনফেকশন হওয়ায় ডাক্তারের পরামর্শে ওই অস্ত্রোপচার করা হয়। তিনি জেলা সদর হাসপাতালের ৩১৪ নং কেবিনে ভর্তি আছেন। তার আশু সুস্থ্যতা কামনায় সকলের দোয়া চেয়েছেন তার পরিবারবর্গ ও শ্যামলবাংলা পরিবার।