এম মামুন হুসাইন, তাড়াশ (সিরাজগঞ্জ) : শিক্ষিত বেকার দুঃস্থ মহিলাদের আত্মকর্ম সংস্থার লক্ষে ৬মাস ব্যাপি দর্জি প্রশিক্ষন, সেলাই মেশিন ও তার উপকরণ বিতরণের মাধ্যমে আত্মকর্ম সংস্থার উদ্বোধন করেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খান।

১৮ জানুয়ারী রবিবার তাড়াশস্থ বেসরকারী উন্নয়ন সংস্থা এসডিএফ এর কার্যালয়ে বাংলাদেশ এনজিও ফাউ-েশনের অর্থায়নে সংস্থার সভাপতি অধ্যাপক খায়রুজ্জামান দুলালের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াশ সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু সাঈদ খন্দকার, তাড়াশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম। বক্তব্য রাখেন তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম মামুন হুসাইন, চলনবিল দুঃস্থ মহিলা সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল মালেক, দর্জি প্রশিক্ষক মেরিনা আফরোজ মিরা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন এসডিএফ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ শফিকুল ইসলাম সবুজ। সংস্থার ২টি সমিতির ২০জন শিক্ষিত বেকার ও দুঃস্থ মহিলাদের ৬মাস ব্যাপি এ প্রশিক্ষন প্রদান করা হবে।
