ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির শহরের পশ্চিম চাঁদকাঠী এলাকায় সেঙ্গুইন ইংলিশ মিডিয়াম স্কুল পরিচালনার নাম করে মোয়াজ্জেম হোসেনকে তার বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টার অভিযোগে রবিবার দুপুর ১২ টায় সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী শাহিনা হোসেন।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বলা হয়, সেঙ্গুইন ইংলিশ মিডিয়াম স্কুল পরিচালক মোঃ শাহিন খলিফাকে মোয়াজ্জেম হোসেন তার বাড়িটি ভাড়া দেয়। দীর্ঘ দিন যাবত পরিচালক শাহিন মোয়াজ্জেম কে ভাড়া না দিয়ে স্কুল পরিচালনার অযুহাত দেখিয়ে ওই বাড়িটি দখলের চেষ্টা চালান। এ নিয়ে স্থানীয় ভাবে একাধীক বার সালিশ ব্যবস্থায় মোয়াজ্জেমের পে রায় হলেও ভাড়াটিয়া শাহিন বিভিন্ন ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও প্রাননাশের হুমকী দিচ্ছেন । সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শাহিনা হোসেন, সুরাইয়া জাহান ও শাহিদা বেগমসহ তার পরিবার।
