চিতলমারী প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে রবিবার বিকাল ৪ টায় ২০ দলের অনির্দিষ্ট কালের হরতাল, অবরোধ, সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের হয়। আওয়ামীলীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা শহীদ মিনার চত্ত¡রে এক পথসভা করেন। এ সময় সভায় বক্তব্য রাখেন, ছাত্রলীগ সভাপতি শহিদুল ইসলাম লিটন, সাধারন সম্পাদক অনিমেষ বিশ্বাস, মেহেদী হাসান সবুজ, দেবাশীষ বিশ্বাস, রিয়াদ মুন্সী, রবিউল ইসলাম (রবি) খান, সুমন মুন্সী প্রমূখ।
