ads

রবিবার , ১৮ জানুয়ারি ২০১৫ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আলমডাঙ্গায় স্কুল ছাত্রী তাহেরার লাশ কবর থেকে উত্তোলন

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৮, ২০১৫ ৫:১০ অপরাহ্ণ

Taheraচুয়াডাঙ্গা প্রতিনিধি :  চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার শহরের আনন্দধাম পাড়ার এবং আলমডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী তাহেরার লাশ পূণঃময়নাতদন্ত করার জন্য ছত্রপাড়া কবরস্থান থেকে উত্তোলন করা হয়েছে।  রবিবার দুপুর ১২ টার দিকে আলমডাঙ্গা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা আশিফুর রহমান ও মামলার তদন্ত কারী কর্মকর্তা ওসি (তদন্ত) নাজমুল হুদার উপস্থিতিতে এ লাশটি কবর থেকে উত্তোলন করে পূণঃময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর বিকালে শহরের আনন্দধাম পাড়ার ভাড়া বাড়ি থেকে তাহেরার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তাহেরার বাবা শাহজাহান আলী দাবী করেন তার মেয়েকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে মর্মে পরের দিন সকালে আলমডাঙ্গায় থানায় বাচ্চু, সেলিম রেজা, রাকিব ও সেলিমের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। পরবর্তীতে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে তাহেরার ময়নাতদন্তের যে রিপোর্ট দেওয়া হয় তাতে উল্লেখ করা হয় সে আত্মহত্যা করেছে। এ রিপোর্টের বিরুদ্ধে সন্দেহ হলে তাহেরার বাবা শাহজাহান আলী আদালতের স্মরণাপন্ন হলে তাহেরার লাশের পূণঃ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা আমলী আদালতের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আব্দুল হালিম কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ প্রদান করেন। সে মোতাবেক রবিবার দুপুরে আদালতের নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তারা পূণঃময়নাতদন্তের জন্য লাশটি কবর থেকে উত্তোলন করে কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!