ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : হরতাল ও অবরোধে নাশকতা চেষ্টার মামলায় ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের ১৭ নেতা-কর্মীসহ ১শ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ জানুয়ারী শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের জনকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইনুদ্দিন ওই তথ্য নিশ্চিত করে জানান, পুলিশের বিশেষ অভিযানে জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে হরতাল ও অবরোধে নাশকতা চেষ্টার মামলায় বিএনপি-জামায়াতের ১৭ নেতাকর্মীসহ ১১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
