এম মামুন হুসাইন, তাড়াশ (সিরাজগঞ্জ) : তাড়াশ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে ১৫০পিস ইয়াবাসহ ৩জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। এব্যাপারে তাড়াশ থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।
থানা পুলিশ সুত্রে জানাযায়, তাড়াশ উপজেলার কাউরাইল গ্রামের মৃত্যু সেকেন আলীর ছেলে আব্দুল মজিদকে (৪২) তাড়াশ পশ্চিমবাধ এলাকা থেকে ৫০শ’ পিস ইয়াবাসহ আটক করে। পরে তার দেওয়া তথ্য অনুসারে একই গ্রামের সেরাজ আলী সরকারের ছেলে আতিকুল ইসলাম দীপ্তকে (২০) নিজ বাড়ি থেকে ১শ’ পিস ইয়াবাসহ আটক করে। ছেলের দেওয়া তথ্য অনুসারে সিরাজগঞ্জ মাসুমপুর এলাকার আব্দুস সাত্তারের বাড়ি থেকে কাউরাইল গ্রামের আবুল কাশেম সরকারের ছেলে সেরাজকে (৪৫) আটক করে। অভিযানে অংশ নেয় তাড়াশ থানার এস আই অনুজ কুমার সরকার, মুন্সি জুলফিকার হায়দার, পুলিশ আল মামুনসহ ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করেছে। গতকাল শনিবার সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করেছে। পুলিশ জানায় সেরাজ কক্সবাজার থেকে ইয়াবা ক্রয় করে সিরাজগঞ্জ সহ বিভিন্ন উপজেলায় বিক্রি করত।
