কক্সবাজার : কক্সবাজারে টেকনাফের শাহপরী দ্বীপের নাফনদীর মোহনায় গোলারচরে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। ১৭ জানুয়ারী শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিক্তিতে শাহপরী দ্বীপের বিজিবি সদস্যরা ওই ইয়াবার চালানটি উদ্ধার করে। তবে ওই ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে দাবি করেছে বিজিবি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।
টেকনাফের ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ ওই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিক্তিতে শাহপরীর দ্বীপ বিওপির জওয়ানেরা নাফনদীতে অভিযান চালিয়ে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা উদ্ধার করে। তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা আপাতত বিজিবি ব্যাটলিয়ান সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে অনুমতি সাপেে সংশ্লিষ্টদের উপস্থিতিতে এগুলো ধ্বংস করা হবে।
