ads

শনিবার , ১৭ জানুয়ারি ২০১৫ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টানা ৭বার অ্যাথলেটিকসে দেশসেরা লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৭, ২০১৫ ৫:৪৭ অপরাহ্ণ

images লোহাগড়া (নড়াইল ) প্রতিনিধি :  ৪৪তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় দেশের মধ্যে সেরা সাফল্য অর্জন করেছে নড়াইলের লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়। এ নিয়ে টানা সাতবার জাতীয় পর্যায়ে সর্বোচ্চ সংখ্যক পুরস্কার পাওয়ার বিস্ময়কর সাফল্য দেখিয়েছে বিদ্যালয়টি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) তত্তাবধানে বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির আয়োজনে ময়মনসিংহ স্টেডিয়ামে মাধ্যমিক পর্যায়ের সর্ববৃহৎ এই ক্রীড়া আসর গত ১১ জানুয়ারি উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রতিযোগিতা চলে গত ১৬ জানুয়ারি পর্যন্ত।  উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় বিজয়ীরা এই জাতীয় প্রতিযোগিতায় অংশ নেয়।
এ প্রতিযোগিতায় বালক ও বালিকা বিভাগে ১০০, ২০০, ৪০০, ৮০০ ও ১,৫০০ মিটার দৌড়, রিলে দৌড়, দীর্ঘ ও উচ্চ লাফ এবং গোলক, বর্শা ও চাকতি নিক্ষেপসহ মোট ৩৫টি ইভেন্ট ছিল। পুরস্কার ছিল ১০৫টি। লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয় পেয়েছে ২৩টি পুরস্কার। এর মধ্যে রয়েছে ১৩টি স্বর্ণ, ছয়টি রৌপ্য ও চারটি ব্রোঞ্জপদক।
লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ের পদক বিজয়ীরা হলো ঈশান হোসেন, বৃষ্টি কর্মকর, হাসিবুল্লাহ, নিশান মোল্লা, তন্ময় বৌদ্য, নমিতা কর্মকর, সাদিয়া খানম, রিতু খানম ও বিজয় মল্লিক।
ময়মনসিংহ স্টেডিয়ামে গত ১৬ জানুয়ারি সকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ধর্মমন্ত্রী মতিউর রহমান, মাউশির পরিচালক মো. ইলিয়াস হোসেন, খুলনা বিভাগীয় উপপরিচালক টি এম জাকির হোসেন, ময়মনসিংহর পুলিশ সুপার মইনুল হক প্রমুখ।
লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয় সূত্রে জানা গেছে, শীতকালীন এই অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ২০০৯ সাল থেকে প্রতিবছর দেশসেরা হচ্ছে বিদ্যালয়টি। ২০১৪ সালে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পায় ১৬টি পদক, যার আটটি স্বর্ণ। ২০১৩ সালে পেয়েছিল ২৬টি পদক, এর ১০টি ছিল স্বর্ণ। ২০১২ সালে পদক পায় ২৬টি। এর ১৪টি স্বর্ণ। ২০১১ সালে পেয়েছিল ৩৪টি, যার ১৭টি ছিল স্বর্ণ। ২০১০ সালে ২৫টির মধ্যে ১৩টি স্বর্ণ এবং ২০০৯ সালে ৩৯টি পদক পায়, যার ১৯টি স্বর্ণ ।
লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় কুমার দাস বলেন, ‘বিদ্যালয়ের খন্ডকালীন ক্রীড়া শিক্ষক দিলীপ চক্রবর্তীর নিবিড় প্রশিক্ষণের কারণেই জাতীয় পর্যায়ে এই ধারাবাহিক সাফল্য অর্জন সম্ভব হচ্ছে। দিলীপ শিক্ষক হিসেবে বিদ্যালয়ে যোগ দেওয়ার পরই এ সাফল্য এসেছে।’
এ সাফল্যের কারণ জানতে চাইলে দিলীপ চক্রবর্তী বলেন, ‘নিয়মিত মনোযোগ দিয়ে অনুশীলন করলেই সফল হওয়া সম্ভব। খেলাধুলা নিয়ে এ বিদ্যালয়ের ছেলেমেয়েদের সঙ্গে আছি। এটা আমার নেশায় পরিণত হয়েছে। আমি যতদিন সুস্থ্য থাকবো  এ বিদ্যালয়ের ছেলেমেয়েদের সাথেই থাকবো।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!