রামগঞ্জ(লক্ষীপুর) প্রতিনিধিঃ রামগঞ্জ উপজেলার করপাড়া গ্রামের অজি বাড়ী থেকে মরিয়ম বেগম নামের (২৫) এক প্রবাসীর স্ত্রীর ফাঁস লাগানো ঝুলন্ত লাশ একটি আম গাছের ডাল থেকে উদ্ধার করেছে ।
শুক্রবার সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করে রামগঞ্জ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ লক্ষীপুর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
মরিয়ম বেগম উপজেলার উত্তর করপাড়া গ্রামের অজি বাড়ির প্রবাসী মোঃ জহিরুল ইসলামের স্ত্রী। জেলিন নামে ৫ বছর বয়সের তার একটি কন্যা সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাত বছর পূর্বে করপাড়া অজি বাড়ীর মোঃ মোস্তফার ছেলে জহিরুল ইসলামের সাথে রামগঞ্জ পৌর সভার পশ্চিম টামটা গ্রামের আটিয়া বাড়ীর মৃত. হাবিব উল্যার কন্যা মরিয়ম বেগমের বিয়ে হয়। বিয়ে পর থেকে স্বামীর বাড়ীতে মরিয়ম একদিনও শান্তিতে বসবাস করতে পারেনি। স্বামী জহিরুল ইসলাম প্রবাসে গেলে সে সুবাদে স্বামীর ছোট ভাই মঞ্জুরুল ইসলাম ভাবী মরিয়ম বেগম কে শারীরিক ও মানসিক ভাবে বিভিন্ন সময়ে নির্যাতন করে আসছিল । শুক্রবার সকালে স্বামীর বাড়ির লোকজন বাড়ির পুকুরে পাশে একটি আম গাছের ডালে মরিয়মের বেগমের গলায় ফাঁস লাগানো লাশ দেখতে পেয়ে থানা পুলিশ ও বাবার বাড়িতে খবর দেয় । রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন জানান, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্ত রির্পোটে হত্যার আলামত পাওয়া গেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে
