ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ার আমুয়া ছোনাউটায় ৫ দিন ব্যাপি গোসাই নবান্ন উৎসব শুরু হয়েছে। শ্রী গুরু সংঘ আশ্রম, ছোনাউটা এ উৎসবের আয়োজন করেন। ৫ দিনের এ অনুষ্ঠানে নাম কৃর্তন, পদাবলি কৃর্তন, গীতা পাঠ ও মহা প্রশাস বিতরন করা হবে। এ উদসবে দেশী ও বিদেশী হাজার হাজার নারী পৃরুষ অংশ গ্রহন করেন।
