ময়মনসিংহ প্রতিনিধি : লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে শরীর ও মনকে সুস্থ, সুন্দরভাবে গড়ে তোলা যায়। খেলাধুলা সুস্থ শরীর গঠনের অন্যতম মাধ্যম। খেলাধুলার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা সময়ানুবর্ধিতা, শৃঙ্খলা পরিবেশের সাথে খাপ খাওয়ানো, বন্ধুত্ব ও নেতৃত্ব প্রদানের গুণাবলী অর্জন করতে পারে।

শুক্রবার সকালে রফিক উদ্দিন ভূইয়া ষ্টেডিয়ামে ৪৪শত শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিা বোর্ড এর সচিব মোঃ শাহেদুল খবির চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে একথাগুলি বলেন ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্য মতিউর রহমান। এসময় অন্যানের মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিা অধিদপ্তর পরিচালক প্রফেসর মোঃ এলিয়াছ হোসেন, উপ-পরিচালক ফারহানা হক, পুলিশ সুপার মঈনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুন অর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী, সাধারণ-সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন সহ বিভিন্ন শিা প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। পাঁচ দিন ব্যাপী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া সমিতির উদ্যোগে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিা বোর্ড ঢাকার এর ব্যবস্থাপনায় ৪৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতায় ২০১৫ অনুষ্ঠিত হয়।
