হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি : ‘শিক্ষিত মা এক সুরভিত ফুল, প্রতিটি ঘরে হবে একটি স্কুল’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে হাতীবান্ধা উপজেলায় ১৫ জানুয়ারী অনষ্ঠিত হলো জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ। এ উপলক্ষে শিক্ষা উপকরণ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু ।
হাতীবান্ধা ২ নং মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ১০ টায় আয়োজিত উপজেলা শিক্ষা অফিসার আব্বাস আলী ভুঁইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ , এস এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম জুয়েল প্রমূখ। শিক্ষা উপকরণ মেলায় স্টল সাজিয়ে টংভাঙ্গা কাস্টার , ধুবনী কাস্টার , বড়খাতা কাস্টার , গোতামারী কাস্টার , ইএসডিও এস ইসিপি প্রকল্প প্রাইমারী শিক্ষার বিভিন্ন উপকরণ নিয়ে অংশ নেয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন রোকনুজ্জামান সোহেল , সালেকুর রহমান রন্টু ।
