কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ডাকা বৃহষ্পতিবারের হরতালের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়ায় বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে আওয়ামীলীগ। বুধবার সন্ধ্যায় উপজেলা আ.লীগের উদ্যোগে কলারোয়া বাজারে বের হওয়া মিছিল শেষে উপজেলা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তরা বলেন, অবরোধ-হরতালের নামে নৈরাজ্য ও ধ্বংসত্মাক কার্যকলাপ করে সরকারের পতন ঘটানো যাবে না। নাশকতা করার পায়তারা করলে সমুচিত জবাব দিতে প্রস্তুত আ.লীগের কর্মী-সমর্থকরা। বিএনপিকে নাটক-অভিনয় ছেড়ে জনগণের কল্যাণে রাজনীতি করার আহবান জানান বক্তারা। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন ও সাধারণ সম্পাদক, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। এসময় আ.লীগের অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
