দিনাজপুর প্রতিনিধি : আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও বলিষ্ঠ ভুমিকা পালনের জন্য দিনাজপুর জেলা পুলিশ সুপার মো.রুহুল আমিন রংপুর বিভাগে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন।

পুলিশের রংপুর রেঞ্জ এর ডিআইজি (ভারপ্রাপ্ত) মোঃ হুমায়ুন কবির আনুষ্ঠানিকভাবে বুধবার দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. রুহুল আমিনকে শ্রেষ্ঠ পুলিশ সুপারের ক্রেস্ট প্রদান করেছেন। রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে বিচন নেতৃত্বও বলিষ্ঠ ভূমিকা, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিলসহ ভার্লো কাজের উপর ভিত্তি করে দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ রুহুল আমিন এ পুরস্কার দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।
অন্যদিকে রংপুর রেঞ্জের ০৮টি জেলার মধ্যে সর্ব্বোচ মাদক উদ্ধারসহ ১(এক) কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধারের জন্য এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার জন্য দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম খালেকুজ্জামানকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এবং এসআই শ্রী দীপেন্দ্র নাথ সিংহকে শ্রেষ্ঠ উদ্ধারকারী অফিসার নির্বাচিত করেছেন পুলিশের রংপুর রেঞ্জ এর ডিআইজি (ভারপ্রাপ্ত) মোঃ হুমায়ুন কবির ।
