ময়মনসিংহ প্রতিনিধি : বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ২ কোটি মানুষের প্রাণের দাবি প্রধানমন্ত্রী কর্তৃক ময়মনসিংহকে বিভাগ বাস্তবায়নের সিদ্ধান্ত আদায় করায় ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্য মতিউর রহমানকে গণসংবধর্না প্রদান করেছে জেলা ১৪ দল।
১৫ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত গণ সংবর্ধনায় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ ১৪ দলের নেতৃবৃন্দ অংশ নেন।
এর আগে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগ দেন।
ভালুকায় ছাত্রলীগ-শ্রমিকলীগ সংঘর্ষ : গুলিবিদ্ধ ১১

ময়মনসিংহের ভালুকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগ ও শ্রমিকলীগের দু’গ্র“পের মধ্যে সশস্ত্র ধাওয়া-পাল্টাধাওয়া, সংঘর্ষ ও গুলি বিনিময় হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৬ রাউন্ড ফাকাঁ গুলি ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়। ধাওয়া-পাল্টাধাওয়া ও সংষর্ষে উপজেলা ছাত্রলীগের সেক্রেটারী শাতিলসহ আহত হয়েছে কমপে ১৫ জন। এদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় ১১জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
প্রত্যদর্শী ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ডা. এম আমান উল্লাহ এমপির ভতিজা আঞ্চলিক শ্রমিক লীগ সভাপতি অলি’র ও রওনক রব্বানী খাজার সাথে উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারী ও উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা গ্র“পের ছাত্রলীগ সেক্রেটারী শাতিলের বিরোধ চলছিল। বুধবার রাতে ছাত্রলীগের শাতিল গ্র“পের এক কর্মীকে শ্রমিক লীগের ওলি ও খাজা মারধর করায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দুগ্র“পের মধ্যে। পরে স্থানীয় বৈশাখী রেষ্ট্ররেন্ট ভাংচুর করে। এনিয়ে উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা এমপি’র ভাতিজা ওলি ও খাজাকে আপোষ-মিমাংসার জন্য বললে তারা প্তি হয়ে অসদ আচরণ করে। এখবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগ সেক্রেটারী শাতিল গ্র“প ও শ্রমিকলীগের ওলি-খাজা গ্র“পের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। বেলা আড়াইটার দিকে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিপে ও সংঘর্ষে পুরো এলাকা রণেেত্র পরিণত হয়। উভয়পই কয়েকরাউন্ড গুলি ছুঁড়ে। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়। এতে গুলিবিদ্ধ হয় ১১ জন এবং আহত হয় কমপে ১৫ জন।
ভালুকা মডেল থানার ওসি গোলাম সারোয়ার জানান, ছাত্রলীগের দু’গ্র“পের সংঘর্ষ এড়াতে ৬ রাউন্ড গুলি করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
