মেহের আমজাদ, মেহেরপুর : প্রেমের টানে ভারত থেকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামে আসা তরুণী পারুলা আক্তারকে (১৫) তার স্বজনদের কাছে ফেরত দেয়া হয়েছে। মামুন নামের এক যুবকের সঙ্গে ঘর বাধার সিদ্ধান্ত নিলেও বাধ সাধে পারুলার বয়স। মেয়ের পিতার আবেদনের প্রেক্ষিতে গতকাল বুধবার বিকেলে মুজিবনগর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মধ্য দিয়ে তাকে ফেরত দেয়া হয়।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ভারতের নদীয়া জেলার নওদাপাড়া গ্রামের নজরুল দফাদারের মেয়ে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণি ছাত্রী পারুলা খাতুন ও তার ফুফাতো ভাই মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামের নছিমন চালক মামুনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মামুনের সঙ্গে বিয়ের উদ্দেশ্যে গত রোববার বাড়ি থেকে পালিয়ে আসে পারুলা। মামুনের সঙ্গে বিয়ে করতে চাইলেও বাধ সাধে পারুলার বয়স। এর মধ্যে পারুলার পিতা নদীয়ার তেহট্ট থানায় একটি অভিযোগ দায়ের করেন। দু’দশের পুলিশ সুপার পর্যায়ে আলোচনার পর মঙ্গলবার দুপুরে মামুনের বাড়ি থেকে পারুলাকে উদ্ধার করে থানায় আনা হয়। পরে গতকাল বিকেলে সীমান্তের ১০৫নং মেইন পিলার এলাকায় বিজিবি মুজিবনগর ক্যাম্প ও বিএসএফ হৃদয়পুর ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে পিতার হাতে তুলে দেয়া হয় পারুলাকে।
