পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে রামনাথপুর ইউনিয়নের বড় রাজারামপুর হাফেজিয়া মাদ্রাসায় এতিমদের মাঝে শীত বস্ত্র, নগদ অর্থ প্রদান করা হয়েছে।
১৫ জানুয়ারী বৃহস্পতিবার নগদ অর্থ ও শীত বস্ত্র প্রদান করেন ড. ওয়াজেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান, রংপুর জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্জ্ব ছায়াদাত হোসেন বকুলের প্রতিনিধি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা কৃষক লীগের সহ-সাধারন সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক মামুনুর রশিদ মেরাজুল। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সিনিয়র সহকারী শিক শফিউল আলম সাজু, বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসেন সেন্টু, অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা ও ওই এতিমখানার প্রতিষ্ঠাতা আতাউর রহমান, রংপুর জেলা জাসদের সহ-সভাপতি আবু আলম, সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ, পীরগঞ্জ উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার আহ্বায়ক আব্দুল করিম সরকার, সাংবাদিক বেলায়েত হোসেন প্রমুখ। শীতবস্ত্র বিতরণ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
