শাহ্ আলম শাহী,দিনাজপুর : নাশকতা আশংকায় দিনাজপুরে জামায়াত-শিবির ও বিএনপি’র নেতা-কর্মীসহ ২৪ জনকে আটক করেছে পুলিশ।

দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. রুহুল আমিন জানান, ১৫ জানুয়ারী বৃহস্পতিবার হরতালে নাশকতা করার জন্য পরিকল্পনা করে দুর্বৃত্তরা। তাই এ গোপন সংবাদের ভিত্তিতে নাশকতা ঠেকাতে পুলিশসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা মাঠে নেমেছে। বুধবার গভীর রাত থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ জামায়াত-শিবির ও ৬ জন বিএনপি’র নেতা-কর্মীসহ ২৪ জনকে আটক করেছে পুলিশ। অভিযান অব্যাহত রয়েছে। কেউ বিশৃংখলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনুগ ব্যবস্থা নেয়া হবে।
এদিকে দিনাজপুরে শান্তিপূর্ণভাবে চলছে ২০ দলের ডাকা অবরোধ ও হরতাল। অবরোধ ও হরতালে রিক্সা-ভ্যান,অটোরিক্সা,ইজিবাইক চললেও দূর-পাল্লার গাড়ী চলাচল বন্ধ রয়েছে। বিলম্বে হলেও ট্রেন চলছে। চোরাগুপ্তা হামলার আশংকায় বেশ কিছু দোকান-পাট,মিল-কারখানা বন্ধ রয়েছে। ব্যাংক-বীমা,স্কুল-কলেজ,অফিস-আদালত খোলা থাকলেও উপস্থিতি সংখ্যা কম।
ক্রিকেট খেলার জন্য বাংলাদেশকে এখন চেনে সারা বিশ্বের মানুষ

রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখ্্ত বলেছেন, ক্রিকেট খেলার জন্য সারা বিশ্বের মানুষরা বাংলাদেশকে এখন চেনে। বাংলাদেশ এখন ক্রিকেট খেলায় অনেক এগিয়ে গেছে। আজকের এই ক্ষুদে খেলোয়াড়রা আগামীতে সাবিক আল হাসান হয়ে নিজের জেলার নাম উজ্জ্বল করবে। এটা আমার বিশ্বাস। শুধু খেলাধূলার কারণে একটি জেলার আইন শৃঙ্খলা ভাল থাকতে পারে। গড়তে পারে নিজের ভাগ্য।
বুধবার বিকেলে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০১৪ -২০১৫ চূড়ান্ত খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থা দিনাজপুর আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, পুলিশ সুপার মোঃ রুহুল আমিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু রায়হান মিয়া। স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার। সঞ্চালকের দাযিত্ব পালন করেন সৈয়দ আজাদুর রহমান বিপু। এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোকাদ্দেম আনোয়ার ওয়ান্ডার, কোষাধ্য জাহেদী পারভেজ অপুর্ব, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসলাম হোসেন, সদস্য মোস্তাক আহাম্মেদ, পৌরসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মোঃ সমসের আলী ও শরীর চর্চা শিক আখতারুল ইসলাম রানা।
চূড়ান্ত খেলায় দিনাজপুর উচ্চ বিদ্যালয়কে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দিনাজপুর পৌরসভা উচ্চ বিদ্যালয় ।ম্যান অব দ্যা ফাইনাল হয় দিনাজপুর পৌরসভা উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড় শেখ রাসেল।
দিনাজপুরে জেলা ইনোভেশন সার্কেল অনুষ্ঠিত
দিনাজপুর অনুষ্ঠিত হয়েছে জেলা ইনোভেশন সার্কেল অনুষ্ঠান। বুধবার বিকেলে দিনাজপুর জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসক সম্মেলন কেন্দ্রে জেলা ইনোভেশন সার্কেল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখ্ত। জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিা ও আইসিটি) মোঃ তৌফিক ইমাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ এনামুল হক প্রমুখ। অনুষ্ঠানে দিনাজপুর জেলা ও উপজেলার নির্বাচিত উদ্ভাবনী উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন উপজেলা থেকে আগত উপজেলার স্ব-স্ব কর্মকর্তাবৃন্দ ছাড়াও দিনাজপুর জেলার বিভিন্ন সরকারি অফিসের প্রধানগণ, জেলা প্রশাসক কার্যালয়ের আইসিটি শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
