কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের আওয়ামীলীগের অবশেষে ১৪ বছর পর ব্যাপক উৎসাহ উদ্বিপনার মধ্যে দিয়ে ১৫ জানুয়ারী খিলদা উচ্চ বিদ্যালয়ের মাঠে সকাল ১১টায় সাবেক সভাপতি মোশারফ হোসেন শিকদারের সভাপতিত্বে সম্মেলন সম্পুর্ণ হয়েছে। এতে মোখলেছুর রহমানকে সভাপতি এবং আলহাজ মোতালেব হোসেনকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য করে একটি পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
ওই সম্মেলনে প্রধান অতিথী ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনিছুর রহমান এবং উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার।
বাংড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মোখলেছুর রহমানের পরিচালনায় অনুণ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও কালিহাতী পৌর মেয়র আনছার আলী বিকম,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লা ও বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, বাংড়া ইউনয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা হাসমত আলী , উপজেলা আ”লীগ নেতা মোয়াজ্জেম হোসেন মাজু,কালিহাতী পৌর আ,লীগের নেতা আবু মোহাম্মদ জিন্নাহ ও আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি নূরুন্নবী সরকার সহ-সভাপতি মাহমুদ্দুল হাসান দিপুল,উপজেলা ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মনির ও সাধারন সম্পাদক মেহেদী হাসান তুহিন প্রমুখ।
