অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় দু’শ ত্রিশ বছরের ঐতিহ্যবাহী মারবেল মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় আগৈলঝাড়াসহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার নারী-পুরুষ মারবেল খেলায় অংশগ্রহণ করে।
স্থানীয়সূত্রে জানাগেছে, রামানন্দের আঁক গ্রামে দু’শ ত্রিশ বছর পূর্বে সোনাই চাঁদ নামে এক কন্যা শিশুর ৬ বছর বয়সে বিয়ে হয়। ৭ বছর বয়সে স্বামী মারা গেলে নিঃসন্তান অবস্থায় শ্বশুরবাড়িতে একটি নিমগাছের নীচে শিবের আরাধনা ও পূজার্চনা শুরু করে। ক্রমশই তাঁর অলৌকিকত্ব এলাকায় ছড়িয়ে পরে। তখন থেকেই ওই স্থানে বাৎসরিক পূজার হয়ে আসছে। মেলা কমিটির সভাপতি যতীশ চন্দ্র বাড়ৈ জানান, মা সোনাই চাঁদ আউলিয়ার জীবদ্দশায় আনুমানিক ১৭৮০ ইং সাল থেকে শুরু করে অদ্যাবধি প্রতিবছর পৌষ সংক্রান্তির দিনে নবান্নের মহাউৎসবের মাধ্যমে মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। তাঁর মৃত্যুর পরে ওই বাড়িটি সোনাই আউলিয়ার বাড়ি হিসেবে এলাকায় পরিচিতি লাভ করে। প্রতিবছর এই দিনটি উপলক্ষে বৈষ্ণব সেবা, নাম সংকীর্ত্তন, কবিগান শেষে সোয়ামণ (৫০ কেজি) চালের গুড়ার সাথে সোয়ামণ গুড়, ৫০ জোড়া নারকেল ও প্রয়োজনীয় অন্যান্য দ্রব্য সামগ্রী মিশিয়ে নবান্ন তৈরী করে মেলায় আগত দর্শণার্থীদের প্রসাদ হিসাবে বিতরণ করা হয়। হিন্দু সম্প্রদায়ের অন্যতম পার্বণ পৌষ সংক্রান্তিতে বাস্তুপূজা উপলক্ষে দু’শ ত্রিশ বছরাধিক সময়ে এ গ্রামে মারবেল মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মারবেল খেলার মূল রহস্য সম্পর্কে স্থানীয় হরবিলাস মিস্ত্রী (৭৯) সহ প্রবীণ ব্যক্তিরা জানান, আমাদের পূর্বপুরুষরা এ খেলার মাধ্যমে মেলার প্রচলন করেছিল, যা আজও অব্যাহত আছে। তাদের উত্তরসূরী হিসেবে আমরা সেই প্রাচীণ ঐতিহ্য ধরে রাখার প্রচেষ্টা চালাচ্ছি। এদিনটিকে ঘিরে রামানন্দের আঁক গ্রামে মহোৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় অধিবাসীরা তাদের মেয়ে-জামাইসহ অন্যান্য আত্মীয়-স্বজনদের এ মার্বেল মেলায় আমন্ত্রণ জানিয়ে আসছে। একদিন আগে থেকেই মেলার জমজমাট আয়োজন শুরু হয়। তাই প্রতিটি বাড়ি আত্মীয়স্বজন ও দর্শনার্থীদের ভিড়ে লোকে লোকারণ্য হয়ে পরে। বাড়িতে বাড়িতে চিড়া, মুড়ি, খেঁজুর গুড়ের পিঠা খাওয়ার ধুম পরে যায়। এবছরও মেলার প্রধান আকর্ষণ হিসেবে বিভিন্ন বয়সের নারী-পুরুষদের মধ্যে মারবেল খেলার প্রতিযোগিতা হয়েছে। সরেজমিনে দেখা গেছে, প্রায় ৫ কি.মি এলাকা জুড়ে মারবেল খেলা চলছে। রাস্তার ওপর, বাড়ির আঙ্গিনা, অনাবাদী জমি, বাগানসহ সর্বত্রই মারবেল খেলার আসর বসেছে। এর সাথেই একটি বড় খোলা অনাবাদী জমিতে বসেছে বাঁশ-বেত শিল্প সামগ্রী, মনিহারী, খেলনা, মিষ্টি, ফল, চটপটি, ফুচকাসহ খাদ্য দ্রব্যের দোকান। গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে আসা সমীর বিশ্বাস জানান, আমরা মারবেল মেলার কথা শুনে এসেছি। ব্যতিক্রমধর্মী এই মেলা আমাদের খুব ভাল লেগেছে। রামানন্দের আঁক গ্রামের জয়দেব বাগচীর ছেলে ৪র্থ শ্রেণীর ছাত্র দিগন্ত বাগচী জানায়, সারাবছর টাকা জমিয়েছে মারবেল খেলার জন্য। মা সোনাই চাঁদ আউলিয়ার মন্দিরটি আড়াই লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মাণ কাজ শেষ হয়েছে। কমিটিসূত্রে জানা গেছে, মেলায় মারবেল খেলার জন্য অনেকে দূরদূরান্ত থেকে এসেছেন। তাদের জন্য পূর্ব থেকেই ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।

হরতাল ও অবরোধ কর্মসূচীর প্রতিবাদে
আগৈলঝাড়ায় আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আগৈলঝাড়ায় বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল, অবরোধ কর্মসূচী ও নাশকতার প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদ চত্বর ঘুরে দলীয় কার্যালয়ের সামনে আওয়ামীলীগ নেতা আ. রইচ সেরনিয়াবাতের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন যুবলীগ নেতা জসীম সরদার, শ্রমিকলীগ নেতা লিটন তালুকদার, ছাত্রলীগ নেতা আবু সালেহ লিটন, বরুণ বাড়ৈ, মিন্টু সেরনিয়াবাত, আরিফ তালুকদার, সৌরভ মোল্লা প্রমুখ। এছাড়াও বুধবার রাতে উপজেলার গৈলা বাজারে অবরোধ ও হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।

আগৈলঝাড়ায় পেট্রল ঢেলে বিআরটিসি বাসে আগুনের ঘটনায় মামলা দায়ের : গ্রেফতার ১
বরিশালের আগৈলঝাড়ায় পেট্রল ঢেলে বিআরটিসি’র বাস পুড়িয়ে দেয়ার ঘটনায় ২০দলীয় জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় এক বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
থানাসূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের সামনে রাখা আগৈলঝাড়া থেকে বেনাপোলগামী বিআরটিসি’র একটি বাসে পেট্রল ঢেলে পুড়িয়ে দেয় অবরোধ সমর্থনকারীরা। এঘটনায় পুলিশের এসআই রঞ্জন কুমার বাদী হয়ে বুধবার রাতে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ৬ (১৪-১-১৫)। বৃহস্পতিবার সকালে ওই মামলায় বিএনপি কর্মী শাহিন বখতিয়ারকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ইতালী বিএনপি’র নেতা আজাদ মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
আগৈলঝাড়ায় অটোরিক্সায় ওড়না জড়িয়ে স্কুল ছাত্রীর মৃত্যু
বরিশালের আগৈলঝাড়ায় অটোরিক্সার সাথে ওড়না জড়িয়ে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর করুণ মৃত্যু হয়েছে।
নিহতের পরিবারসূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের হাবুল হাওলাদারের মেয়ে ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী সানজিদা আক্তার (১১) বুধবার দুপুরে অটোরিক্সাযোগে তার আতœীয়ের বাড়ি গৌরনদীর বেজগাতি গ্রাম থেকে নিজবাড়ি চেঙ্গুটিয়ায় ফিরছিল। পথিমধ্যে অসাবধানতায় তার ওড়না অটোরিক্সার চাকার সাথে জড়িয়ে গলায় ফাঁস পরে যায়। গুরুতর অবস্থায় তাকে উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সানজিদাকে মৃত ঘোষা করেন। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
