চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা টানা অনির্দিষ্ট কালের অবরোধের কারণে অন্যান্য সবজির মত টমেটোর বাজারেও ধস নেমেছে। এতে বাগেরহাটের চিতলমারী উপজেলার টমেটো চাষীরা সঠিক বাজারদর না পাওয়ায় তাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

চাষীদের সাথে কথা বলে জানা গেছে, গত কয়েক বছর ধরে শীত মৌসুমে এ এলাকার অধিকাংশ চিংড়ি ঘেরের পাড়ে ও ফসলি জমিতে ব্যাপক ভাবে বিভিন্ন জাতের টমেটোর চাষ করা হচ্ছে। আপেল খ্যাতে টমেটো চাষের মাধ্যমে অনেকটা অর্থনৈতিক সাফল্য ফিরে এসেছে। এখানকার টমেটো প্রতিদিন ট্রাকযোগে রাজধানী ঢাকাসহ খুলনা, কুমিল্লা, সিলেট, বরিশাল ও দেশের বিভিন্ন স্থানে ব্যাপক ভাবে রপ্তানি করা হয়। বর্তমানে হরতাল-অবরোধের কারণে হঠাৎ করে টমেটোর বাজারে ধস নেমেছে। এতে দারুণ ভাবে বিপাকে পড়েছেন চাষীরা। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি মণ টমেটো হাজার টাকা থেকে ২শ টাকায় নেমে এসেছে। এ অবস্থায় েেতর টমেটো বাজারে এনে ভ্যান ভাড়া ও খাজনা দিয়ে খালি হাতে ঘরে ফিরছে চাষীরা । তাদের কষ্টার্জিত ফসলের সঠিক মূল্য না পেয়ে অনেকে ােভ ও হতাশা প্রকাশ করেছেন।
এলাকার টমেটো চাষী সুবোধ বাইন, অমিত ঘরামিসহ অনেকে জানান, এ বছর প্রথম দিকে টমেটোর খুব ভাল বাজার দর ছিল। ২ হাজার থেকে ১৫শ’ টাকা করে প্রতি মণ বিক্রি হয়েছে। গত এক সপ্তাহ আগেও ৮শ’ থেকে হাজার টাকা মণ ছিল। বর্তমানে হরতাল-অবরোধের কারেণে বাইরের পাইকাররা এখানে আসছেন না। ফলে টমেটোসহ সব সবজির বাজারে ধস নেমেছে। এ অবস্থা চলতে থাকলে অনেক চাষীই আসল চালান ঘরে তুলতে পারবেন না বলে হতাশা প্রকাশ করেন।
