হোসেনপুর(কিশোরগঞ্জ) প্রতিনিধি : “শিক্ষিত মা এক সুরভিত ফুল,প্রতিটি ঘর হবে এক একটি স্কুল” এই শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়। এ উপলক্ষে ১৪ জানুয়ারি বুধবার সকালে অয়োজিত র্যালিউত্তর আলোচনাসভায় সভাপতিত্ব করেন- উপজেলা শিক্ষা অফিসার এ কে এম আব্দুল বাছেদ। বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মোঃ আযুব আলী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফিউল আলম, আওয়ামীলীগের সহ-সভাপতি জহিরুল হক নুরু মিয়া, সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আহাম্মেদ,উপজেলা মৎস্য অফিসার মোঃ এমরুল হোসাইন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল কাসেম, সহকারী শিক্ষা অফিসার মোঃ সাদেকুর রহমান,মোঃ মোস্তাফিজুর রহমান প্রমূখ। এ সময় শিক্ষক-শিক্ষার্থী,সাংবাদিক,অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
