রেজাউল করিম বকুল, শ্রীবরদী (শেরপুর) : দীর্ঘদিন চিকিৎসার পরও জরিপ উদ্দিনের (৪০) পেটের ব্যথা ভাল হয়নি। অবশেষে পেটের ব্যথা সইতে না পেরে গাছের ডালে রশি বেধে আত্মহত্যা করেছে সে। এ ঘটনাটি ঘটে ১৪ জানুয়ারী বুধবার দুপুরে শেরপুরের শ্রীবরদী উপজেলার নয়ানি শ্রীবরদী কিয়ামতলী গ্রামে। সে ওই গ্রামের মৃত আব্দুল ছালামের ছেলে।

মৃতের পরিবার ও এলাকাবাসী জানায়, জরিপ উদ্দিন দীর্ঘদিন যাবত পেটের ব্যথায় ভুগছিল। দরিদ্র কৃষক জরিপ উদ্দিন আয়ের বেশিরভাগ অর্থ দিয়ে চিকিৎসায় ব্যয় করেছে। এরপরও ভাল না হওয়ায় তার বাড়ির পাশে একটি ফিরতেজ গাছের মগডালে রশি বেঁধে আত্মহত্যা করে। পরে এলাকার লোকজন দেখে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মৃতের এক ছেলে তিন মেয়ে ও স্ত্রীসহ আত্মীয় স্বজনের মাঝে নেমেছে শোকের ছায়া।
