শ্যামলবাংলা ডেস্ক : টানা অবরোধের মধ্যেই বৃহস্পতিবার দেশব্যাপী ২৪ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলা ও গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়। ১৩ জানুয়ারী মঙ্গলবার রাতে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের বরাত দিয়ে দলটির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি স্বারিত এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার সর্বাত্মক হরতাল পালিত হবে।
এদিকে খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা ও বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে আজ বুধবার সিলেট মহানগরসহ তিন জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ২০ দলীয় জোট। স্থানীয়ভাবে এ হরতাল ডাকা হয়েছে।
