রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ভটভটি উল্টে শহিমুদ্দিন আকন্দ (৪৮) নামের এক ধান ব্যবসায়ী নিহত হয়েছে। ১৪ জানুয়ারী বুধবার সকালে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের ছয়বাড়িয়া নামক ব্রিজের পূর্ব পার্শ্বে ওই দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুমদ্দিন উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের বশির উদ্দিনের ছেলে।

পারিবাবিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৭ টায় ধান ব্যবসায়ী শহিমুদ্দিন আকন্দ ধান ক্রয়ের উদ্দেশ্যে ভটভটি যোগে আবাদপুকুর হাটে যাওয়ার পথে রাণীনগর-আবাদপুকুর সড়কের ছয়বাড়িয়া নামক ব্রিজের পূর্ব পার্শ্বে ভটভটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে তার অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, এবিষয়ে ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
