মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা : রংপুরের মিঠাপুকুরে একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের ছোড়া পেট্রােলবোমায় এক শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ২০জন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ১৩ জানুয়রী মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ওই ঘটনা ঘটে।
জানা যায়, কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস খলিল পরিবহন রংপুরের মিঠাপুকুর উপজেলার বাতাসন দুর্গাপুর এলাকা পৌঁছলে বাসটিকে লক্ষ্য করে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে পুরো বাসটিতে দ্রুত আগুন ধরে যায়। এসময় বাসে থাকা যাত্রীদের মধ্যে ৪ জন অগ্নিদগ্ধ হয়ে ঘটনা স্থলেই মারা যায়। নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তার নাম আজিরুন্নেছা। বাকীদের নাম জানা যায়নি। অগ্নিদগ্ধদের মধ্যে ২০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অগ্নিদগ্ধ যাত্রীরা জানায়, খলিল পরিবহন নামে বাসে তারা উলিপুর থেকে রাতে ঢাকায় যাচ্ছিলেন। এমন সময় রংপুরের মিঠাপুকুর এলাকার কাছে রংপুর-ঢাকা মহাসড়কে বাসে দাউদাউ করে জ্বলে উঠে। তারা প্রাণ ভয়ে বাস থেকে বের হবার চেষ্টা করে। এ সময় অনেকেই বাসের জানালার গ্লাস ভেঙ্গে বের হবার চেষ্টা করে। কিন্তু অতিরিক্ত যাত্রী থাকায় অনেকেই বের হতে না পারায় অগ্নিদগ্ধ হয়ে বাসের ভেতরে মারা গেছে।
রংপুরের পুলিশ সুপার আবদুর রাজ্জাক জানান, ঘটনার পর ১৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।
