পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় বুধবার ‘শিক্ষিত মা এক সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল’ স্লোগানকে সামনে রেখে প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৫ আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসারের যৌথ আয়োজনে সপ্তাহটি পালিত হচ্ছে।
এ উপলক্ষে সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রাঙ্গণ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে এক বর্ণাট্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদনি শেষে পূর্বধলা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে শেষ করে। এ সময় র্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, সহকারী কমিশনার (ভূমি) মো. রাকিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম বিভিন্ন স্কুলের শিক্ষক , অভিবাবক এবং বর্নীল সাজে সজ্জিত ছাত্র-ছাত্রী। সপ্তাহব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে শিক্ষা মেলা, মিনা প্রদর্শনী, শিক্ষক সমাবেশ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, জেলা পর্যায়ে শিক্ষা মেলায় অংশগ্রহণ, শিশুতোষ চলচিত্র প্রদর্শনী।
