ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতীতে ৭ কৃষকের শিমক্ষেত খেয়ে সাবাড় করে দিয়েছে বন্যহাতির দল। ১৩ জানুয়ারী মঙ্গলবার মধ্যরাতে উপজেলার গারোকোনা গ্রামে ওই ঘটনা ঘটে।

জানা যায়, রাত ১টায় অর্ধশতাধিক বন্যহাতির একটি দল গারোকোনা গ্রামের কৃষকদের শিমক্ষেতে তান্ডবলীলা চালায়। ওইসময় ৭ কৃষকদের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন শিমক্ষেত খেয়ে ও দুমড়ে-মুচড়ে একাকার করে ফেলে।
স্থানীয় কৃষকরা জানায়, বন্যহাতির দল গারোকোনা গ্রামের কৃষক আব্দুল্লার ৫০ শতাংশ, আব্দুল আজিজের ১৫ শতাংশ, শাহ জামালের ১০ শতাংশ, রোমান মিয়ার ২০ শতাংশ, শাহজাহানের ২০ শতাংশ, আব্দুল বারেকের ২০ শতাংশ ও আব্দুল গফুরের ৫০ শতাংশ জমির শিমক্ষেত খেয়ে সাবাড় করে দিয়েছে। বর্তমানে ওই কৃষকরা পরিবারের জীবিকা নির্বাহ নিয়ে রয়েছে চরম বিপাকে। স্থানীয় ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
