চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলা শহরের কোর্ট এলাকায় মিছিল প্রস্তুতি কালে বিএনপি-যুবদলের ৬ নেতাকে আটক করেছে পুলিশ। ১৪ জানুয়ারী বুধবার দুপুর ১২ টার দিকে কোর্ট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, বুধবার দুপুরে শহরের কোর্ট এলাকায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল করার জন্য একত্রিত হয়ে প্রস্তুতি নিচ্ছিল। এসময় চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার কামরুজ্জামানের নির্দেশে সদর থানার একদল পুলিশ কোর্ট এলাকায় অভিযান চালিয়ে শহরের ইসলামপাড়ার ফকির মোহাম্মদের ছেলে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিনাজ উদ্দীন (৪৬), ভিজে স্কুল পাড়ার মৃত আব্দুল ওহাবের ছেলে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান (৬৪), গাইদঘাট গ্রামের আজিজুল হকের ছেলে মৎসজীবী দলের জেলা সভাপতি আবু সিদ্দীক (৪৮), ফার্মপাড়ার মৃত সব্দাল আলীর ছেলে যুবদল নেতা বদর উদ্দীন ওরফে বাদল (৫২), সুমিরদিয়া গ্রামের আনসার আলীর ছেলে মতিয়ার রহমান (৪২) ও কেদারগঞ্জ পাড়ার মৃত শাহজাহান আলীর ছেলে আরিফ হোসেন (৪৩) কে আটক করে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা গতকাল মঙ্গলবার শহরের বিভিন্ন জায়গায় গাড়ী ভাঙচুর ও নাশকতা সৃষ্টি করেছে।
