চিতলমারী প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে বুধবার সকাল ১১ টায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন করা হয়েছে। এক বর্ণাঢ্য র্যিলি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ম ভবনে আলোচনা সভায় মিলিত হন। উপজেলা শিক্ষা অফিসার মো. মোজফফর উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদ পুকুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম, দিপংকর বালা, গৌতম চন্দ্র রায়, কবির হোসেন, হারুনর রশিদ প্রমূখ।
