শ্যামলবাংলা ডেস্ক : ছাত্র রাজনীতিকে গণমুখী ও আদর্শভিত্তিক করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি বলেন, ছাত্র রাজনীতির আদর্শ হবে জনকল্যাণ। ৬০ এর দশকের ছাত্র রাজনীতি ছিল আদর্শভিত্তিক এবং ওই আদর্শ ছিল দেশ ও জনগণের কল্যাণে কাজ করা। কিন্তু আজকের ছাত্র রাজনীতিতে এর ঘাটতি রয়েছে- যা আমাকে বেদনাহত করে। ১৩ জানুয়ারী মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৯তম সমাবর্তনে ভাষণে রাষ্ট্রপতি এ কথা বলেন। খবর: বাসসের।
ঢাবি উপাচার্য প্রফেসর আ আ ম স আরেফিন সিদ্দিক ও উপ-উপাচার্য (শিা) ড. নাসরিন আহমেদ সমাবর্তনে বক্তৃতা করেন। সমাবর্তনে ৬ হাজার ১শ ৬১ শিার্থীকে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি দেয়া হয়। এতে ৩৭ শিার্থী স্বর্ণপদক, ৪২ পিএইচডি, ২০ এমফিল ও ৪৯ জনকে এমডি-এমএস ডিগ্রি দেয়া হয়।
অনুষ্ঠানে বিশ্ব মেধাস্বত্ত্ব সংগঠন ওয়ার্ল্ড ইন্টেলেকচ্যুয়াল প্রোপার্টি অর্গানাইজেশনের মহাপরিচালক ড. ফ্রান্সিস গ্যারি সমাবর্তন বক্তৃতা দেন। সমাবর্তনে তাকে ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দেয়া হয়।
