হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে চলমান রাজনৈতিক অস্থিরতায় প্রত্যন্ত গ্রাম-গঞ্জে সবজির দরপতনে কৃষকেরা চরম বিপাকে পড়েছেন। ক্রেতা না থাকায় নষ্ট হচ্ছে অবিক্রীত সবজি। ফলে কৃষকেরা মোটা অংকের লোকসানে পড়ে মূলধন হারাচ্ছেন।
জানাযায়,উপজেলার উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ বিভিন্ন জেলায় রপ্তানী করা করা হলেও সম্প্রতি বিরোধীদলের ডাকা টানা অবরোধে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে মৌসুমি প্রাইকার না আসায় সময়মত সবজি বিক্রি করতে না পারায় অনেকের উৎপাদিত সবজি ক্ষেতেই নষ্ট হচ্ছে।
সরেজমিনে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) উপজেলার রামপুর বাজার,চর হাজীপুরসহ বিভিন্ন বাজার ঘুরে দেখাযায়, আলু ১২ টাকা,বাঁধাকপি ৫ টাকা,ফুল কপি ৫ টাকা,মূলা ১ টাকা দরে বিক্রি হচ্ছে।বাইরের ক্রেতা না থাকায় অবিক্রীত থাকছে অনেক সবজি।সবজির বাম্পার ফলন হলেও চলমান হরতাল অবরোধের ফলে সার,কীটনাশক,শ্রমিকের মজুরি ও অন্যান্য খরচসহ এ বছর লোকসানে পড়ে মূলধন হারাতে হবে বলে কৃষকরা জানান। অন্যদিকে পাইকারী বিক্রেতারা পেঁয়াজ আমদানী করতে না পারায় দাম বেড়েছে।বিভিন্ন ভোগ্য পন্যের দাম প্রতিনিয়ত বেড়েই চলছে।
