রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন, আহত হয়েছে আরও ৬ জন। ১৩ জানুয়ারী মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও-রানীশংকৈল সড়কের কুমোরগঞ্জ নাকম স্থানে দুটি মোটরসাইকেল’র মুখোমুখি সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই উপজেলার ফুটানী বাজার এলাকার শামীম হোসেন ও করনাইট গ্রামের আনু মোহাম্মদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মোটর সাইকেল আরোহী করনাইট থেকে রানীশংকৈলের উদ্দেশ্যে যাচ্ছিল। কুমোরগঞ্জ নাকম স্থানে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটর সাইকেলের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ২জনের মৃত্যু হয়। ওই সময় প্রাইভেট কার নিয়ন্ত্রণ নিতে গিয়ে চার আরোহী আহত হলে তাদের উদ্ধার করে রাণীশংকৈল হাসপাতালে চিকিৎসা করা হয়।
রানীশংকৈল থানার ওসি সুকুমার মোহন্ত দুর্ঘটনায় দুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
